Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১.    জনবান্ধব ভূমি অফিসের কার্যক্রম অব্যাহত রাখা;

২.    সুবিন্যাস্ত রেকর্ডরুমের কাজ অব্যাহত রাখা;

৩.    সেবা প্রার্থীদের প্রতি অফিস কর্মচারীগণের মনোভাব ইতিবাচক পরিবর্তন ধরে রাখা;

৪.     ই- নামজারি চালুর মাধ্যমে ভূমি সেবা ডিজিটালাইজেশন এর উদ্যোগ গ্রহণ করা হবে;

৫.     ইউনিয়ন ভূমি অফিসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা করা;

৬.     ভূমি প্রশাসনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা/কর্মচারীকে বাধ্যতামূলক ল্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা;

৭.      উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে নিরাপত্তা প্রহরীর পদটি রাজস্বখাতে স্থায়ী করার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ;

৮.      উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস এর বাউন্ডারী ওয়াল নির্মাণ করার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিতকরণ ;

৯.       ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করণ;

১০.    ভূমি উন্নয়ন কর শতভাগ আদায়ের ব্যবস্থা গ্রহণ করা ;

১১.     খাসজমি বন্দোবস্তের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদেও পূনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করা

১২.  উপজেলা ভূমি অফিসের সি সি ক্যামেরা স্থাপন ও নজরদারী। 

১৩.  রেকর্ডরুপি সুসজ্জিতভাবে পুরানো  নথি সাজানো।

১৪. সেবা সহজীকি করনের জন্য অফিস চত্বরে একজন অফিস সহকারীকে সার্বিক সহযোগীতা করার জন্য নির্শনা প্রদান।

১৫.  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের মাঝে পাকাগৃহ/আবাসনের ব্যবস্হা গ্রহণ।

১৬.  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন কৃষকদের মাঝে কৃষি জমি বন্দেবস্ত প্রদান।

১৭. অন-লাইন ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ভূমি মালিকদের তথ্য সংগ্রহ করা।

১৮. ভূমিদস্যুদের হাত থেকে সরকারী খাল/জমি উদ্দরের ব্যবস্থা ও জনসাধারনের জন্য উম্মুক্ত করা।

১৯. খাল ও বিলের স্বভাবিক প্রবাহ রক্ষা ও কৃিষি জমি সেচ ব্যবস্থার জন্য অবৈধ খাল দখলদারীদের গ্রাস হতে খাল উম্মুক্ত করে পানির স্বভাবিক গতি প্রবাহ ঠিক রাখা।

২০. প্রতিটি ভূমি অফিসে অভিযোগ বক্স স্থাপন ও নজরদারী।

২১. উপজেলা ভূমি অফিসের সৌন্দর্য বৃদ্ধি।